১. ভর্তির ফি
প্রত্যেক নতুন শিক্ষার্থীকে ভর্তি সময় নির্ধারিত ভর্তির ফি আবশ্যিকভাবে পরিশোধ করতে হবে।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য জমা না দিলে ভর্তি সম্পন্ন হবে না।
২. মাসিক বেতন (Tuition Fee)
প্রতি মাসের নির্ধারিত ১ থেকে ১০ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে।
১০ তারিখের পর বেতন পরিশোধ করলে জরিমানা প্রযোজ্য হতে পারে।
৩. হোস্টেল/আবাসিক ফি (যদি প্রযোজ্য হয়)
আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল ফি প্রতি মাসে নির্ধারিত নিয়ম অনুযায়ী জমা দিতে হবে।
খাবার, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধার জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।
৪. পরীক্ষার ফি
বার্ষিক, সেমিস্টার বা বিশেষ পরীক্ষার জন্য নির্ধারিত পরীক্ষা ফি আলাদাভাবে প্রদান করতে হবে।
পরীক্ষার ফি পরিশোধ ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
৫. যাকাত/সাহায্যভুক্ত শিক্ষার্থী
যাকাত বা সাহায্যের আওতাভুক্ত শিক্ষার্থীদের তালিকা মাদরাসা কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে নির্ধারণ করবে।
এই সুবিধা পাওয়া শিক্ষার্থীদের শৃঙ্খলা ও উপস্থিতি বিশেষভাবে মূল্যায়ন করা হবে।
৬. অনুগ্রহ বা বিশেষ ছাড়
অসচ্ছল, মেধাবী বা বিশেষ যোগ্য শিক্ষার্থীদের প্রয়োজনে নির্দিষ্ট শর্তে ছাড় বা সহায়তা প্রদান করা যেতে পারে।
ছাড়ের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মাদরাসা প্রশাসনের বিবেচনাধীনে।
৭. ফি ফেরত নীতি
কোনো শিক্ষার্থী মাঝপথে পড়া বন্ধ করলে বা স্থানান্তর হলে ভর্তি ফি বা ইতোমধ্যে প্রদত্ত মাসিক ফি ফেরতযোগ্য নয়।
বিশেষ ক্ষেত্রে প্রশাসন চাইলে আংশিক ফেরত দিতে পারে (দুর্লভ পরিস্থিতিতে)।
৮. বিলম্ব ফি ও জরিমানা
নির্ধারিত সময়ে ফি পরিশোধ না হলে প্রতিদিন বা প্রতি মাসে নির্ধারিত হারে বিলম্ব চার্জ প্রযোজ্য হবে।
বারবার বিলম্ব করলে প্রশাসন অভিভাবককে অবহিত করবে।
৯. ফি পরিশোধের মাধ্যম
নগদ, মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ), ব্যাংক জমা বা মাদরাসার নির্ধারিত মাধ্যমে ফি প্রদান করা যাবে।
অনলাইনে ফি প্রদান করলে ট্রানজেকশন আইডি সংরক্ষণ করা বাধ্যতামূলক।
১০. ফি সংক্রান্ত সতর্কীকরণ
তিন মাসের ফি বকেয়া থাকলে শিক্ষার্থীর নাম সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে।
ছয় মাসের বকেয়া থাকলে নাম কাটার অধিকার রাখে মাদরাসা প্রশাসন।
আকন্দ মোঃ সামিউল ইসলাম
পরিচালক, মাদরাসায়ে সীরাতুস সাহাবা (রা.)
25 Dec 2024
26 Dec 2024
27 Dec 2024
- মোট ছাত্র
- মোট শিক্ষক
- মোট হিফয সম্পূর্ণ
- বোর্ড পরীক্ষার ফলাফল