এক নজরে সিরাতুস সাহাবা (রাঃ)
“সিরাতুস সাহাবা (রাঃ)” একটি ব্যতিক্রমধর্মী দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে নৈতিকতা, আদর্শ ও জ্ঞানচর্চার সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে সৎ, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম। এখানে শিক্ষার্থীরা কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠনের পাশাপাশি যুগোপযোগী জ্ঞানেও সমৃদ্ধ হচ্ছে।
“সিরাতুস সাহাবা (রাঃ)” প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে আলোকিত জ্ঞানের পাশাপাশি থাকবে চারিত্রিক দৃঢ়তা ও মানবিক গুণাবলি। আল্লাহর রহমতে আমাদের এই যাত্রা ক্রমাগত অগ্রসর হচ্ছে — শিক্ষক, ছাত্র ও অভিভাবক সকলের সহযোগিতায় প্রতিষ্ঠান আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।
আমাদের লক্ষ্য হলো এমন শিক্ষার্থী তৈরি করা যারা ঈমান, জ্ঞান ও চরিত্রে হবে পরিপূর্ণ। যেন তারা সমাজে ন্যায়, আদর্শ ও ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দিতে পারে — এক কথায়, আল্লাহভীরু ও সমাজসচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
“মজলিসে শুরা” হল প্রতিষ্ঠানের চিন্তা-চেতনা, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রাণকেন্দ্র। যোগ্য, অভিজ্ঞ ও দূরদর্শী সদস্যদের সমন্বয়ে গঠিত এই শুরা প্রতিষ্ঠানকে সঠিক পথে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
মজলিসে আমেলা হলো প্রতিষ্ঠানের কর্মক্ষম নেতৃত্বের মেরুদণ্ড। তারা নীতি ও আদর্শকে সামনে রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন। তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও নেতৃত্বই “সিরাতুস সাহাবা (রাঃ)”কে সাফল্যের শিখরে পৌঁছে দিচ্ছে।
“সিরাতুস সাহাবা (রাঃ)” এর শিক্ষক মন্ডলী শুধু জ্ঞানদাতা নন — তাঁরা দীক্ষাদাতা, আদর্শবান পথপ্রদর্শক। তাঁদের নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসা শিক্ষার্থীদের হৃদয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দেয় প্রতিদিন।
প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী তাঁদের দায়িত্ব পালন করছেন সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে। তাঁদের পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই বছর,দেশের বিভিন্ন মাদ্রাসা শিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে। উন্নত
পাঠদান পদ্ধতি, ডিজিটাল ক্লাসরুম এবং গবেষণার সুযোগ বৃদ্ধির ফলে শিক্ষার্থীরা আগের
চেয়ে আরও বেশি অনুপ্রাণিত হচ্ছে। শিক্ষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঠদান করছেন,
যা শিক্ষার মানকে আরও উন্নত করেছে।
মাদ্রাসার শিক্ষার্থীরা এখন কেবল ধর্মীয় শিক্ষা নয়, বরং বিজ্ঞান,
গণিত, কম্পিউটার বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা অর্জন করছে। ফলে তারা শুধু ধর্মীয় পণ্ডিত
নয়, বরং সমাজের বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে ইনশাআল্লাহ্।