সীরাতুস সাহাবা (রাঃ) মাদরাসায় অনুদান ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্ভুল রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানের নিজস্ব অনুদান ট্র্যাকিং ব্যবস্থা পরিচালিত হয়। দাতাদের প্রদত্ত প্রত্যেকটি অনুদানকে যত্নের সাথে নথিভুক্ত ও সংরক্ষণ করা হয়, যাতে অনুদান গ্রহণ থেকে ব্যয় পর্যন্ত প্রতিটি ধাপ পরিষ্কারভাবে অনুসরণযোগ্য থাকে।
অনুদান প্রাপ্তির রেকর্ড
প্রতিটি অনুদান নির্দিষ্ট স্লিপ/রশিদ নম্বরসহ ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করা হয়। দাতা নাম, মোবাইল নম্বর, পরিমাণ, উদ্দেশ্য ও তারিখ পৃথকভাবে রেকর্ড করা হয়।
উদ্দেশ্যভিত্তিক হিসাব বিভাজন
অনুদানগুলো নিম্নলিখিত ক্ষেত্রে অনুযায়ী আলাদা করা হয়—
হিফয বিভাগ
এতিমখানা পরিচালনা
ভবন নির্মাণ/মেরামত
শিক্ষক বেতন
দরিদ্র ও অসচ্ছল ছাত্র সহায়তা
সাধারণ ফান্ড
এর ফলে প্রতিটি অনুদান সঠিক খাতে ব্যয় নিশ্চিত করা সম্ভব হয়।
ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম
প্রতিষ্ঠানের হিসাব বিভাগ প্রতিনিয়ত অনুদানের আয়-ব্যয়ের তথ্য আপডেট করে। এর মাধ্যমে—
মোট প্রাপ্ত অনুদান
কোন খাতে কত ব্যয়
চলমান প্রকল্পে ব্যয়ের অবস্থা
সবকিছু সহজেই পর্যালোচনা করা যায়।
দাতাকে কনফার্মেশন (SMS/Call)
অনুদান গ্রহণের পর দাতাকে SMS বা ফোনের মাধ্যমে নিশ্চিতকরণ প্রদান করা হয় (যদি তথ্য দেওয়া থাকে)।
বার্ষিক রিপোর্ট
প্রতিবছর অনুদান গ্রহণ ও ব্যয়ের বিস্তারিত নিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং মজলিসে শুরা/প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়।
স্বচ্ছতা ও দায়বদ্ধতা
সীরাতুস সাহাবা (রাঃ) বিশ্বাস করে—অনুদান হলো আল্লাহর AMAANAH।
তাই প্রতিটি টাকাই যথাযথ খাতে ব্যয় করা হয় এবং প্রয়োজন অনুযায়ী দাতাকে আপডেট দেওয়া হয়।
আকন্দ মোঃ সামিউল ইসলাম
পরিচালক, মাদরাসায়ে সীরাতুস সাহাবা (রা.)
25 Dec 2024
26 Dec 2024
27 Dec 2024
- মোট ছাত্র
- মোট শিক্ষক
- মোট হিফয সম্পূর্ণ
- বোর্ড পরীক্ষার ফলাফল