সীরাতুস সাহাবা (রাঃ) মাদরাসা একটি অরাজনৈতিক, অ-লাভজনক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাজারো শিক্ষার্থী কুরআন-সুন্নাহর আলোকে সুশিক্ষা, নৈতিকতা ও আদর্শের পথ অনুসরণ করে নিজেদের ভবিষ্যৎ আলোকিত করছে। সমাজের কল্যাণকামী মানুষের দান-খয়রাত, সহযোগিতা ও আন্তরিক সমর্থনের মাধ্যমে এ প্রতিষ্ঠান আজ দেশের অন্যতম মানসম্মত দ্বীনি শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত।
শিক্ষার্থীদের কুরআন শিক্ষা, হিফয, নাজেরা, দাওরায়ে হাদীস, দাখিল-আলিম-ফাযিল পর্যায়সহ বিভিন্ন শাখার পাঠদানের খরচ, শিক্ষক-কর্মচারীর বেতন, এতিমখানার ব্যয়, ছাত্রাবাস পরিচালনা, ভবন নির্মাণ, গ্রন্থাগার উন্নয়ন এবং দরিদ্র-অসহায় ছাত্রদের সহায়তা—এসবই মূলত সমাজের দানশীল ব্যক্তিদের অনুদানের ওপর নির্ভরশীল।
আমাদের প্রিয় নবীজি (সা.) বলেছেন—
“মানুষ মারা গেলে তার তিনটি আমল ব্যতীত সবকিছু বন্ধ হয়ে যায়: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”
এই মহান হাদীসের আলোকে সীরাতুস সাহাবা (রাঃ)-এ প্রদত্ত অনুদান হয়ে থাকে এক স্থায়ী সাদাকায়ে জারিয়ার অংশ।
আপনার বিনীত অনুদান—
একজন দরিদ্র ছাত্রের মুখে শিক্ষা ও আলো জ্বালাতে পারে
একজন এতিমের জীবন সুন্দর করে দিতে পারে
একজন মেধাবী ছাত্রকে আলেম হওয়ার পথ সুগম করতে পারে
মসজিদ-মাদরাসা ও ইসলামী শিক্ষার ধারাকে শক্তিশালী করতে পারে
আপনার জন্য পরকালীন সওয়াবের ভান্ডার বৃদ্ধি করবে
আসুন, আমরা সকলে মিলেই এই মহৎ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও পরিচালনায় সহযোগিতার হাত বাড়াই। আপনার সামান্য সহযোগিতাও সীরাতুস সাহাবা (রাঃ)-এর বিশাল কর্মযজ্ঞে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং আপনার নেক আমলের খাতায় যোগ করতে পারে অনন্ত সওয়াব।
আকন্দ মোঃ সামিউল ইসলাম
পরিচালক, মাদরাসায়ে সীরাতুস সাহাবা (রা.)
25 Dec 2024
26 Dec 2024
27 Dec 2024
- মোট ছাত্র
- মোট শিক্ষক
- মোট হিফয সম্পূর্ণ
- বোর্ড পরীক্ষার ফলাফল